Why Should We Use Salesforce?

কাজের পরিধি অনুযায়ী Salesforce ব্যবহারের প্রয়োজনীয়তা একেকজনের কাছে একেক রকম। যেমনঃ উর্ধতন কর্মকর্তারা ডোনার রিপোর্টিং-এর জন্য এবং ইন্টারনাল অডিটের জন্য এটি ব্যবহার করবেন। অন্যদিকে প্রজেক্ট ফোকালরা তাদের প্রজেক্টের সামগ্রিক অগ্রগতি বুঝার সুবিধার্থে এটি ব্যবহার করবেন। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মীরা তাদের দৈনন্দিন কাজের টার্গের এবং রিপোর্টিং এর উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন। মূলত TaroWorks মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে এটি কানেক্টেড হওয়ার কারনে, ফিল্ডের সকল ডাটা এই Salesforce ওয়েব এপ্লিকেশনের ডেটাবেজে জমা হয় এবং এই কারনেই মূলত আমাদের একেকজনের উদ্দেশ্যে একেকভাবে এই প্লাটফর্মটি ব্যবহারের প্রয়োজন রয়েছে।


Revision #5
Created 28 March 2021 10:20:44 by T4D Admin
Updated 26 April 2021 10:33:11 by T4D Admin