How to Install TaroWorks?

TaroWorks এপ্লিকেশনটি ডাউনলোডের পর, নিচের ছবির মত Open অপশনটি ক্লিক করতে হবে। মোবাইল এবং ব্রাউজার ভেদে নিচের ছবির তারতম্য হতে হবে।

002.jpg

কিছু কিছু মোবাইল ডিভাইসে Open ক্লিক করলেই Install অপশন চলে আসবে আবার কিছু কিছু মোবাইল ডিভাইসে নিম্নোক্ত একটি সতর্কবার্তা প্রদর্শিত হতে পারে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।

003.jpg

উপরোক্ত ছবির মত সতর্কবার্তা দেখালে আমরা সেই বার্তার Settings অপশনে ক্লিক করবো, অতপর নিম্নোক্ত ছবির মত Allow from this source অপশনটি একটিভ করে দিবো।

004.jpg

এটি চালু করে দিলে TaroWorks এপ্লিকেশনটি এখন মোবাইলে ইন্সটলের জন্য প্রস্তুত হয়ে যাবে। অতপর নিম্নোক্ত ছবি দুইটির প্রথমটির মত Install অপশনে ক্লিক করবো এবং Install সফলভাবে কমপ্লিট হলে Done অপশনে ক্লিক করবো। এইভাবেই TaroWorks এপ্লিকেশনের সর্বশেষ ভার্সনটি আমাদের এন্ড্রয়েড ডিভাইসে সফলভাবে ইন্সটল হবে।

005.jpg

006.jpg


Revision #10
Created 28 March 2021 09:36:55 by T4D Admin
Updated 20 April 2021 14:33:00 by T4D Admin