Skip to main content

How to Download TaroWorks?



সাধারনত এন্ড্রয়েড ডিভাইসের জন্য কোনো এপ্লিকেশন ডাউনলোড এবং ইন্সটলের জন্য আমরা Play Store এপ্লিকেশনটি ব্যবহার করি। তবে TaroWorks এপ্লিকেশনটি ডাউনলোডের জন্য Play Store এপ্লিকেশনটি ব্যবহার করা যাবে না। Play Store এপ্লিকেশনের সার্চ বক্সে TaroWorks লিখে সার্চ করলে TaroWorks এপ্লিকেশনটি সার্চ রেজাল্টে শো করবে, তবে সেটি আমরা কোনোভাবেই ডাউনলোড করবো না। কেননা, Play Store এপ্লিকেশনে TaroWorks এপ্লিকেশনটি ফ্রি ভার্সনটি রয়েছে শুধু, কিন্তু ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর জন্য TaroWorks এপ্লিকেশনের পেইড ভার্সনটি ব্যবহারের প্রয়োজন হয়। তাই Play Store থেকে TaroWorks এপ্লিকেশনটি ডাউনলোড করলেও আমাদের কোনো কাজেই লাগবে না। তাই TaroWorks এপ্লিকেশনটি ডাউনলোডের জন্য, প্রথমে আমরা মোবাইলের ইন্টারনেট/ওয়াইফাই সংোগ চালু করকোন, মোবাইল ব্রাউজার যেতে হবে। (যেমনঃ Google Chrome (গুগল ক্রোম) ওপেন করে, Firefox (ফসেখয়ারফক্স) ইত্যাদি। তারপর ব্রাউজারের এড্রেস বারে www.tinyurl.লিখবোঃ somadhanhobe.com/taroworks টাইপ করুনtw এবং গো/ বা এন্টার প্রেস করবো, তাহলে একটি নিম্নোক্তচের ছবির মত একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Installation Link কলাল রঙের 6.4Download apk লেখাটির উপরনে ক্লিক করুন।

Install 1.jpg

তারপর পরবর্তী পেইজের hereTaroWorks লিখার উর ক্লিকেশনের ুন্বশেষ এবং আপনার ড্সনটিভাইসে ডাউনলোড শুরু হবে। ডাউনলোড করার সময় যদি কোনও ওয়ার্নিং মেসেজ এসে থাকে তবে তা এলাউ করুন। 

download 2.jpg

তবে টারোওয়ার্কস এপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না। কেননা আমরা যেই এপটি আমাদের ফিল্ড অপারেশনের জন্য ব্যবহার করবো সেটি একটি পেইড ভার্সন এপ। তবে গুগল প্লে স্টোরে যেটি পাওয়া যায় সেটি ফ্রি ভার্সন এপ। তাই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা এপটি ইন্সটল করলেও তা আমাদের কোনো কাজে আসবে না