Skip to main content

How to Reset Password for the First Time?

প্রথমবারের মত TaroWorks এপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে, প্রথমেই আপনাকে পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর যেই প্রজেক্টে মাঠ পর্যায়ের কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন সেই প্রজেক্টের ফোকালকে দেয়া ইমেইলের মাধ্যমেই আপনাকে পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে। আপনার প্রদত্ত ইমেঅ্যাকাউআইডিতে TaroWorks এডমিিস্ট্রশনের লগইন করুন এবং ইনবক্সে চেক করুন  taro-support@taroworks.org থেকে একটি পাসওয়ার্ড রিসেটের লিংক পাঠানো ইমহবইলটি ইমেইলের বডিতে দেয়া লিংকটি বেশ বড় হবএবং এটি TaroWorks থেকে এসেছে সেটিও উল্লেখ থাকবে। লিংকটি দেখতে অনেকটা নিম্নোক্ত ছবি করুনমত হবে

change password email.JPG

লিংকে ক্লিক করার পর আপনার মোবাইল ডিভাইস থেকে ডিফল্ট ব্রাউজারটা ওপেন হয়ে নিচেরম্নোক্ত ছবির মত একটি পেওপখাবো। হব এবং এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। মনে রাখতে সুবিধা হবে,মন একটি পাসওয়ার্ড তৈরি করুন, যেনো এতে কমপক্ষে ৮ টি অক্ষর থাকে। মনে রাখার সুবিধার জন্য পাসওয়ার্ডটি ডাযেনো সর্বনিম্ন আট অক্ষরের হয়েরিত থাকটুকএবং মনে রাখুনতে সহজ হয়। তাই বলে 12345678 কিংবা 11111111 একম কোনো াসওয়া্ড দেয়া যাবে না। খুব সহজ পাসওয়ার্ড কখনোই নিরাপদ নয়। তাই পাসওয়ার্ড এমন দিতে হবে যেনো আপনি সহজে মনে রাখতে পারেন এবং খুব কঠিনও না হয়। মনে রাখার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে নিজের ব্যবহার করা মোবাইল নাম্বার পাসওয়ার্ড হিসেবে দেয়া। প্রথমে নিচের ছবির মত New Password ফিল্ডে একটি নতুন পাসওয়ার্ড দিবেন এবং একই পাসওয়ার্ড পুনরায় Confirm New Password ফিল্ডে দিয়ে Change Password অপশবাটনে ক্লিক করবেন।

Change password 2.jpgএরপর নিম্নোক্ত ছবির মত একটি পেজ ওপেন হবে, কিছু কিছু ব্রাউজারের আপনাকে একটা পপ আপ মেসেজ দেখাতে পারে যে আপনি কি এই পাসওয়ার্ড সেভ কিংবা আপডেট করতে চান কি না, সেক্ষেত্রে Save অথবা Update বাটনে ক্লিক করে নিবেন। ভুলে ক্লিক করতে না পারলেও সমস্যা নেই। পরবর্তীতে নিচের ছবির মত পেজটি ওপেন হলে সেটি ক্লোজ করে দিবে এবং এর মাধ্যমেই আপনি আপনার TaroWorks একাউন্টের পাসওয়ার্ড রিসেটের মাধ্যমে একাউন্টটি পুরোপুরি একটিভ হয়ে যাবে।