Skip to main content

Tabs: Incomplete Jobs, Completed Jobs, Synced Jobs

MarkTaroWorks Completeএপ্লিকেশনের Jobs অপশন থেকে সার্ভে সিলেক্ট করার পর দুইটি অপশন প্রদর্শিত হয়। একটি হলো New Job এবং অন্যটি হলো Saved Jobs। Saved Jobs অপশন ক্লিক করলে একট পেজ ওপেন হয় যেখানে তিনটা ট্যাব দেখা যায়। Incomplete Jobs, Completed Jobs এবং Synced Jobs। নিচের টেবিলে এই তিনটি ট্যাব নিয়ে আলোচনা করা হলোঃ

Incomplete JobsCompleted JobsSynced Jobs

সাধারনত Saved Jobs অপশনটি ক্লিক করলে ডিফল্টভাবেই Incomplete Jobs ট্যাবটি ওপেন হয়ে যায়।

 

মূলত যে সকল সার্ভে অসমাপ্ত থাকে অর্থাৎ যেসব সার্ভের তথ্য নেয়া বাকি থাকে এবং তা Leave Job এর মাধ্যমে Save করে রাখা হয় সেই সকল সার্ভের লিস্টই সাধারনত এই Incomplete Jobs ট্যাবে প্রদর্শিত হয়।

Incomplete Jobs ট্যাবের পাশে ট্যাবটিই মূলত Completed Jobs এর ট্যাব।

 

এই ট্যাবসেসব সার্ভের লিস্ট থাকে সেসব সার্ভে/জরিপ সকল তথ্ দিয়ে Mark Completeরা হয়েছে কি্তু স্ট্যল ইন্টারনেট/ওয়াইফাই সংযোগ না থাকে ব আপনি এখনই Sync ( সিঙ্ক ) না চান তবে আপনি Sync Later অপশনটি ব্যবহার করা হয়েছে, পরবর্ীতে Sync করার জন্য। তাই এই ট্যাবের নিচে সবসময় Sync নামের একটি বাটনের দেখা মিলবে, যেনো এই ট্যাব থেকেও Mark Complete করা সার্ভে/জরিপগুলোকে সিংক করে Salesforce ডাটাবেজে পাঠিয়ে দেয়া যায়।

Completed Jobs এর পাশের ট্যাবটিই হচ্ছে Synced Jobs।

 

এই ট্যাবে শুধুমাত্র সিংক করা অর্থাৎ যেসব সার্ভে Mark Complete করে Sync Now কিংবা TaroWorks এপ্লিকেশের হোম পেজ থেকে Sync করা হয়েছে, মোট কথা যেসকল সার্ভে এই পর্যন্ত Salesforce ডাটাবেজে পাঠানো হয়েছে সেসকল সার্ভের লিস্টই এই ট্যাবে প্রদর্শিত হবেSync Later.jpg তবে এই ট্যাবের অতটা প্রয়োজন নেই।