Skip to main content

টারোওয়ার্কস কি?

টারোওয়ার্কস একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা আপনাকে তথ্য সংগ্রহ করতে, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে, ফিল্ডওয়ার্ক পরিচালনা করতে এবং রিয়েল টাইমের মাধ্যমে সার্ভে করতে সাহায্য করবে।

টারোওয়ার্কস ব্যবহার করে সার্ভে করা খুবই সহজ একটি কাজ এবং এটির মাধ্যমে সার্ভের জন্য যেকোনো ধরণের ডেটা ইনপুট করা সম্ভব। যেমনঃ নাম, মোবাইল নাম্বার, বয়স, ছবি আপলোড, সিগনেচার দেয়া, GPS (জিপিএস) লোকেশন ট্র্যাকিং ইত্যাদি।

এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ইন্টারনেট কানেকশন ছাড়াও সার্ভে পরিচালনা করা সম্ভব। বর্তমানে টারোওয়ার্কস অ্যাপ্লিকেশনটি  কেবলমাত্র  এনড্রয়েড অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায়।