Skip to main content

What is TaroWorks?

টারোওয়ার্কসTaroWorks একটি মোবাইল অ্যাপ্লিকেশন,। Grameen Foundation নামের একটি প্রতিষ্ঠান এই এপ্লিকেশনটি ডেভোলোপ করেছে। এটি এমন একটি মোবাইল এপ্লিকেশন যা আপমাধ্যমে খুব সহজেই নানান ধরন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।  ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর বিভিন্ন প্রজেক্টের প্রশিক্ষনে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য ুবিধাভোগি ব্যক্তিদের ব্যক্তিগত, পারিবারিক এবগৃহ অন্যান্য প্রয়োজন তথ্য বিশএই এপ্লিকষণ করতে, ফিল্ডওয়ার্ক পরিচালা করতে এবং রিয়েল টাইমের মাধ্যমে ঠ পর্ভে করতযায়ে সংগ্রায্য করবে।

টারোওয়ার্কস ব্যবহার করে সার্ভে করা খুহয়ে থাকে। ই সহজর্তমানেকটি কাজ এবং এটির মাধ্যমে সার্ভের জন্য যেকোনো ধরণের ডেটা নপুট করা সম্ভব। যেমনঃ নাম, মোবাইল নাম্বার, বয়স, ছবি আপলোড, সিগনেচার দেয়া, GPS (জিপিস) লোকেশন ট্র্যাকিং ইত্যাদি।

এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ইন্টারনেট কানেকন ছাড়াও সার্ভে পরিচালনা করা সম্ভব। বর্তমানে টারোওয়ার্কস অ্যাপ্লিকেশনটি  কেবলুধুমাত্র  এনড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসেই ব্যবহার করা সম্ভব। এপল কিংবা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসের জন্ এখনো TaroWorks এপ্লিকেশনটির কোনো ভর্সন ডেভোলোপ করা হনি