Skip to main content

আমরা কেনো টারোওয়ার্কস ব্যবহার করবো?

একটা সময় ছিল যখন সার্ভে পরিচালনার জন্য হাতে-কলম কাগজপত্ে-কলমের ব্যবহার করা হতো। তবে সেক্ষেত্ে বেশ কিছু অসুবিধা ছিল, যেমন সার্ভের সমস্ত তথ্যগুলোকে রিপোর্ট আকারে দেখার ন্য, সার্ভে ফর্ম থেকে তথ্যগুলোকে কম্পিউটারে পুনরায় টাইপ করতে হতো।  প্রচুর পরিমাণএত কাগজ বহন করাও খুব কঠিন, বিশেষত করে একই কাজ দুইবার করতে হয়। এছাড়াও প্রত্যন্ত অঞ্চল কিংবা দুর্গম এলাকায় ব্যাগ ভর্তি সার্ভ ফর্ম বহন করাও খুব চ্যালেঞ্জিং আবার কখনও খারাপ আবহাওয়ার সময়, কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাক। এছাড়া পুরোনো কোনো থ্যের প্রবেশাধিকার প্রয়োজন হলতা সার্ভে ফর্ম ঘেঁটে বের করাও একটা দুরূহ ব্যাপার

টারোওয়ার্কসের মতো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে এই ধরণের সমস্যাগুলি অনেক সহজেই সমাধান করা সম্ভব। তয়।ছাড়া এই অ্যাপ্লিকেশনটির একটি বড় সুবিধা হ'ল ইন্টারনেট সংযোগ ছাড়াও এর মাধ্যমে সার্ভে পরিচালনা করা সম্ভব,  যা আমাদের পক্ষে খুব উপকারী কারণ প্রায় প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের সংযোগ খাদুাপ্বল থাকে। টারোওয়ার্কসের ব্যবহার করে আমরা অনেক সময় বেঁচে যায় এবং একই সাথে পরিশ্রম সঞ্চয়তুলনামূলক কম করতে পারিহয়।  

Taroworks.jpgTaroworks.jpg